October 14, 2025 12:34 am

Writer, Politician, Freethinker, Activist

October 14, 2025

Writer, Politician, Freethinker, Activist

প্রকৃতি পুজারী বাঙালি ভুলে গেছে পরিচয় – শেখ ফরিদ

Spread the love

প্রকৃতি পুজারী বাঙালি ভুলে গেছে পরিচয়

 শেখ ফরিদ

 


পৌত্তলিক আরবের
ধর্মান্তরিত মুসলমানেরা উকাজ মেলা ধ্বংস করে দিয়েছে।
আর,বাঙালি
প্রকৃতি পুজারি থেকে
সনাতন ও বৌদ্ধ হয়ে আজ ধর্মান্তরিত মুসলিম!
বাঙালার বৃক্ষলতা নদী ভাষা সংস্কৃতি ধ্বংসে মত্ত
ভুলে গেছে তার আদি পরিচয়
বাঙালিরা
তা নিয়ে গর্ব করে,যা তার কোন দিনও ছিলো না, নয়।
আরবে হয়তো
আবার হারানো উকাজ মেলা ফিরে আসবে;
হয়তো,আবার
ক্বাবায় ‘সাব আল মুয়াল্লাকা‘ টাঙ্গানো দেখবে পৃথিবী
দেখবে নৃত্য, শুনবে গীত,বাদ্য।
সনাতনি নয়,বৌদ্ধ নয়,মুসলমানও নয়,প্রকৃতি পুজারি
বাঙালি ভুলে গেছে তার অতিত,পোশাক, পেশা,পান,খাদ্য;
ভুলে গেছে তাার রুপ,স্বপ্ন,আচরন
ভিন দেশের দর্শনে
আকাবাঁকা স্থবির হয়ে গেছে সমতল বাঙালির বহুগামী মন।
বাঙালির আকাশে মেঘ জমে,
বৃষ্টি হয়, আছে নদী বানে ভেসে যায় সব
আসে পলি মাটি।
এখানে কেউ যুদ্ধ করেনি,করতে চায় না
চাাষাবাদ এখানে পূজনীয়,অপরাধ নয়৷
পাহাড়েও আছে,আছে বন
পাখি, ঝর্ণা,
ঝর্নার জল, তারই আপন প্রতিবেশী মানুষজন।
বাঙালিকে ভুলিয়ে দেয়া হয়েছে তার পরিচয়!

 

শেখ ফরিদ
                                  শেখ ফরিদ

Spread the love
Tags :

Grid News

Latest Post

Find Us on Youtube